Home বিদেশ নতুন সংক্রমণ নেই, মাস্কবিধি শিথিল বেজিংয়ে

নতুন সংক্রমণ নেই, মাস্কবিধি শিথিল বেজিংয়ে

by banganews

বেজিং, ২১ অগাস্ট, ২০২০: গত ১৩ দিনে আর নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। ফলে মাস্কবিধি শিথিল করা হল চিনের রাজধানী বেজিংয়ে।
বাইরে বেরোলে আর বাধ্যতামূলকভাবে পরতে হবে না মাস্ক। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ বাড়ির বাইরে মাস্ক পরার নিয়মে শিথিলতা এনেছেন।

আরও পড়ুন কাশ্মীরে একাধিক জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৩ জেহাদি

তবে সরকার নিয়ম শিথিল করলেও, বাইরে বেরোলে মাস্কের অভ্যাস এখনই ছাড়তে পারছেন না অনেকেই। বেজিংয়ের নাগরিকরা বলছেন, মাস্ক পরলে নিরাপদ বোধ করা যায়। অন্য দিকে মাস্ক না পরলে হয়তো ভয় পেতে পারেন সহযাত্রীরা। সে কারণেও মাস্ক খোলার সাহস দেখাতে পারছেন না সেখানকার মানুষজন।
বেজিংয়ে এই নিয়ে দ্বিতীয়বার মাস্কের নিয়ম শিথিল হল। এপ্রিল মাসের শেষে চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ঘোষণা করেছিল মাস্ক ছাড়া বেরনো যাবে বাইরে। তারপরেই একটি বাজারের ভিড় থেকে ফের শুরু হয় করোনা সংক্রমণ। তাই জুন মাসে আবারও মাস্ক আবশ্যিক হয়েছিল চিনে।

আরও পড়ুন তেলেঙ্গানার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে করোনা রুখতে অনেকাংশেই সফল হয়েছে চিন। কঠোর লকডাউন, মাস্কের ব্যবহার আর কোয়ারেন্টাইনের নিয়ম ঠিকভাবে পালনের ফলেই তা সম্ভব হয়েছে।

You may also like

Leave a Reply!