Home দেশ কৃষিকাজকে ভালোবেসে বিদেশের চাকরি ছেড়ে ঘরে ফিরলেন যুবক

কৃষিকাজকে ভালোবেসে বিদেশের চাকরি ছেড়ে ঘরে ফিরলেন যুবক

by banganews

কর্ণাটক, ৭ সেপ্টেম্বর, ২০২০ঃ বিদেশ বিভূঁইয়ে চাকরি করার শখ অনেকেরই থাকে। আর যদি মার্কিন মুলুকে মোটা মাইনের চাকরি পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। কিন্তু দেশের মাটিকে ভালোবেসে মোটা অঙ্কের বেতন ছেড়ে দেশে ফিরে আসার ঘটনা বড় একটা ঘটে না। কর্ণাটকের সতীশ সেরকমই এক ব্যাক্তি যিনি নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন মোটা অঙ্কের বেতন, ছেড়েছেন বিলাসবহুল জীবনযাত্রা, শুধুমাত্র কৃষিকাজকে ভালোবেসে। লস অ্যাঞ্জেলস, দুবাই সহ বেশ কয়েকজায়গায় চাকরি করলেও শেষপর্যন্ত সতীশ ফিরে এসেছেন দেশে। মন দিয়েছেন চাষাবাসে।

আরও পড়ুন দাম্পত্য কলহের জের, স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন কর্ণাটকের কালবুর্গির সতীশ কুমার। মার্কিন মুলুকে একটি বড় সংস্থায় যোগ দেন তিনি। বেতন বার্ষিক এক মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭৮ লক্ষ টাকা। এই লোভনীয় বেতন পাওয়া সত্ত্বেও তাঁর মন পড়েছিল নিজের দেশে। চাষাবাদেই তিনি স্বাছন্দ্য বোধ করতেন। সেই কারণেই দেশে ফেরে নিজের জমিতে শুরু করলেন চাষবাস। সতীশের কথায়, বাইরে কাজ করলেও মন পড়েছিল দেশের মাটিতে। আগেও একবার দেশে ফিরে এসেছিলেন তিনি। তখন ২ একর জমিতে ফসল ফলিয়ে সেই ফসল বিক্রি করে আড়াই লক্ষ টাকা পান। এবার চাকরি ছেড়ে পাকাপাকিভাবে কৃষিকাজেই মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

You may also like

Leave a Reply!