Home কলকাতা জল সরবরাহ বন্ধ করল টালা, দুর্ভোগে শহর কলকাতা

জল সরবরাহ বন্ধ করল টালা, দুর্ভোগে শহর কলকাতা

by banganews

কলকাতা, ২৮ নভেম্বর, ২০২০ঃ পাইপ সারানোর কাজ চলায় আজ কলকাতার একাধিক জায়গায় জল সরবরাহ বন্ধ রেখেছে টালা। পাইপ ফেটে যাওয়ায় গত রবিবার থেকেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। আজ সেই পাইপ সারানোর কাজ চলছে ফলে জলের সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। উত্তর ও মধ্য কলকাতা তো আছেই এমনকি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলও টালার উপরে ভরসা করে থাকে।

আরও পড়ুন জলকামান বন্ধ করার অপরাধে খুনের অভিযোগ দায়ের কৃষকের বিরুদ্ধে

সেই এলাকাগুলিতে আপাতত জল সরবরাহ বন্ধ রয়েছে। আজ সারাদিন কাজ হবে। কাল সকাল থেকে ফের পরিষেবা শুরু হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ফাটল মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। জল বার করে পাইপ খালি করে তবেই মেরামতি করা সম্ভব।

You may also like

Leave a Reply!