Home পাঁচমিশালি বিরল প্রজাতির দ্বিমুখী রাসেল ভাইপারের ভিডিও হল ভাইরাল

বিরল প্রজাতির দ্বিমুখী রাসেল ভাইপারের ভিডিও হল ভাইরাল

by banganews

করোনা সংক্রমনের জেরে যখন নাজেহাল মহারাষ্ট্র, সেই সময় রাজ্য থেকে উদ্ধার করা হলো বিরল প্রজাতির এক সাপ। মহারাষ্ট্রের কল্যাণ গান্ধার রোড থেকে পাওয়া গিয়েছে দ্বিমুখী এক রাসেল ভাইপার। কোথা থেকে এলো সাতটি তা জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!