Home দেশ কয়েক সপ্তাহের মধ্যেই এসে যাবে ভ্যাকসিন, সর্বদল বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী

কয়েক সপ্তাহের মধ্যেই এসে যাবে ভ্যাকসিন, সর্বদল বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী

by banganews

বঙ্গ নিউস, ৪ ডিসেম্বর, ২০২০ঃ  অপেক্ষা আর কয়েক সপ্তাহের, তারপর ভারতের হাতে চলে আসবে করোনা ভ্যাকসিন। আজকের সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আজ সব দলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল সভার আয়োজন করেন প্রধানমন্ত্রী। সেখানে আমন্ত্রিত ছিলেন রাজ্যসভা ও লোকসভার দলনেতারা। তৃণমূলের পক্ষ থেকে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন অধীর চৌধুরী এবং গুলাম নবি আজাদ। জেডিএস এর থেকে ছিলেন এইচ ডি দেবেগৌড়া।

আরও পড়ুন অর্থনীতি নিয়ে বড় ঘোষণা করল রির্জাভ ব্যাঙ্ক

যদিও আজকের বৈঠকে সব দলের প্রতিনিধিরা বলার সুযোগ পাননি তবে প্রত্যেককে লিখিত আকারে তাঁদের পরামর্শ জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকের পরামর্শকেই গুরত্ব দিয়ে দেখা হবে। আজকের এই বৈঠক থেকে নরেন্দ্র মোদী জানিয়েছেন এখন মোট আটটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে ভারতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা সরকারের হাতে চলে আসবে বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। প্রথম অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী ও পুলিশ। এছাড়াও বয়স্ক ও কোমর্টিবিডি আছে এমন ব্যাক্তিদের আগে টিকাকরণ হবে।

You may also like

Leave a Reply!