TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আনলক-৫ এর গাইডলাইন জারি থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত

বঙ্গ নিউস, ২৭ অক্টোবর, ২০২০ঃ নভেম্বরেও আনলক ৫ এর গাইডলাইন জারি থাকবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রক। করোনা আবহে আনলক ৫ চলছে সারা দেশ জুড়ে। আর কয়েকদিন পরেই আনলক ৫ শেষ হওয়ার কথা। কিন্তু নভেম্বরেও তা জারি থাকবে। আনলক ৫ এর গাইডলাইনে বলা হয়েছিল ১৫ অক্টোবরের পর সর্বোচ্চ ৫০ জনকে প্রবেশের অনুমতি দিয়ে খোলা যাবে সিনেমা হল।

আরও পড়ুন অনলাইন শুনানিতে খালি গায়ে হাজির আইনজীবী

খোলা যাবে সুইমিং পুল। অন্যান্য সামাজিক বিনোদন মঞ্চ খোলা যাবে ৫০ শতাংশ দর্শক নিয়ে। লোকাল ট্রেনে নিষেধাজ্ঞা জারি ছিল আনলক ৫-এ। স্কুল খোলার ব্যাপারে বলা হয়েছিল ১৫ অক্টোবরের পরে ধাপে ধাপে খোলা যেতে পারে স্কুল। তবে অভিভাবকদের অনুমতি ছাড়া কোনও ছাত্রছাত্রীকে জোর করে স্কুলে আসার কথা বলা যাবে না। কনটেইনমেন্ট জোনে ৩১ অক্টোবর পর্যন্ত জারি থাকবে লকডাউন। এবার সেই নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জারি রাখার নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের কাছে পৌঁছেছে নয়া নির্দেশিকা। করোনা স্বাস্থ্যবিধি কড়া ভাবে মেনে চলতে হবে। কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন জারি থাকবে। জরুরি পরিষেবা চালু থাকবে সেইসব এলাকায়। আন্তরাজ্য বাস পরিষেবা চালু থাকবে। কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্য সরকার আলাদা করে লকডাউন জারি করতে পারবে না বলে নির্দেশ কেন্দ্রের।