Home লাইফস্টাইল সুইসাইড সার্চের প্রবণতা বেড়েছে সুশান্তের মৃত্যুর পরে

সুইসাইড সার্চের প্রবণতা বেড়েছে সুশান্তের মৃত্যুর পরে

by banganews

ওয়েবসাইটে একটি নির্দিষ্ট কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার প্রবণতা ক্রমেই বাড়ছে৷ তা হল, সুইসাইড৷ গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সুইসাইড সার্চ করার প্রবণতা বেড়েছে নেটিজেনদের মধ্যে৷ AIIMS-এর মনোরোগ বিভাগের অধ্যাপক রাজেশ সাগরের কথায়, সবচেয়ে চিন্তার বিষয় হল, মানুষ নিজের ক্ষতি করার উপায় খুঁজছে৷’

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!