Home বঙ্গ পুজোর মুখে অশনি সংকেত ঘূর্ণিঝড় গতি ধেয়ে আসতে পারে

পুজোর মুখে অশনি সংকেত ঘূর্ণিঝড় গতি ধেয়ে আসতে পারে

by banganews

বঙ্গ নিউস, ৮ অক্টোবর, ২০২০ঃ  ২০২০ এই বছরটা হয়তো কালো বছর হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে। করোনা, আমফান তছনছ করে দিয়ে গেছে। ফের সমুদ্রে দেখা দিয়েছে জোড়া নিম্নচাপ ফলে পুজোর মুখেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম গতি। চলতি বছরের ২০ মে আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল গোটা বাংলা। যার রেশ এখনও হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

আরও পড়ুন প্রয়াত রামবিলাস পাসোয়ান

এবার কি গতি একই পথে আছড়ে পড়বে বাংলায়? আবহাওয়া সূত্রে খবর অক্টোবরে দুটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যার মধ্যে একটি ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পরতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছড়ে পরতে পারে তবে কোন অভিমুখে তা আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ার সম্ভবনা আছে। সেক্ষেত্রে বাংলা রক্ষা পেলেও আভাস পরতে পারে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!