Home বঙ্গ উপস্বাস্থ্যকেন্দ্র করা হল তৃণমূল কার্যালয়কে, খুশি উলুবেড়িয়াবাসী

উপস্বাস্থ্যকেন্দ্র করা হল তৃণমূল কার্যালয়কে, খুশি উলুবেড়িয়াবাসী

by banganews

সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নজিরবিহীন পদক্ষেপ নিলেন উলুবেড়িয়া পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান। এলাকার মানুষের জন্য দলীয় কার্যালয়ে তুলে উপস্বাস্থ্যকেন্দ্র করলেন তিনি। উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরের সামন্তপাড়া গ্রাম। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই ভাইস চেয়ারম্যান হন আব্বাস উদ্দিন খান। এরপর থেকেই গ্রামে বিদ্যুৎ, রাস্তায় আলো আসতে থাকে।

৮.৫ শতাংশ সুদ পাওয়া যাবে PF-এর সঞ্চিত অর্থে

পানীয় জলের সমস্যা মিটেছে। গ্রামের দুই বাসিন্দা সুজয় সামন্ত ও মৃত্যুঞ্জয় সামন্ত জমি দেন পার্টি অফিস খোলার জন্য। সেখানেই তৈরি হয় কার্যালয়। এদিকে অনেকদিন ধরেই গ্রামে উপস্বাস্থ্যকেন্দ্র খোলার জন্য আবেদন করেন গ্রামবাসীরা। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল অনেকটাই দূরে হওয়ায় যাতায়াতের অসুবিধা হচ্ছিল। এবার গ্রামবাসীদের কথা ভেবে সেই কার্যালয়ে তুলে দিয়ে সেখানে উপস্বাস্থ্যকেন্দ্র খুললেন পুরসভার ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দীন খান। এই উপস্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। ভাইস চেয়ারম্যানের এই সিদ্ধান্তে খুশি গ্রামবাসীরাও।

You may also like

Leave a Reply!