Home কলকাতা কর্মসংস্থানের লক্ষ্যে ১০০ টি পার্কের অনুমোদন দিল রাজ্য

কর্মসংস্থানের লক্ষ্যে ১০০ টি পার্কের অনুমোদন দিল রাজ্য

by banganews

কলকাতা, ১০ সেপ্টেম্বর,২০২০ঃ  ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ১০০ টি পার্ক তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। ২০১৪ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। চলতি মাসে ওয়েস্ট বেঙ্গল ইনসেনটিভ স্কিমের মেয়াদ শেষ হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে ৫ বছরের মেয়াদ বাড়ানো হয়েছে এই প্রকল্পের। প্রচুর কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত মুখ্যসচিব আলাপণ বন্দোপাধ্যায়। এর আগে বানতলা হাওড়ার মত একাধিক জায়গায় এমএসএমই পার্ক তৈরি হয়েছে। মোট ১৩০০ একড় জমির উপর ১৪ টি পার্ক রয়েছে।

আরও পড়ুন ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমান রাফালের অন্তর্ভুক্তি

নতুন করে যে পার্ক তৈরি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কো-অপারেটিভ বা ব্যাক্তিগত উদ্যোগে তৈরি হতে পারে জানিয়েছে অতিরিক্ত মুখ্যসচিব। পার্কগুলি অন্তত ২০ একড় জমির উপর গড়ে তুলতে হবে, মোট ২০ টি এমএসএমই ইউনিট থাকতে হবে। বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। ব্যাক-এন্ড ইনসেনটিভ দেওয়া হবে পরিকাঠামোর ক্ষেত্রে। পূর্নব্যবহারযোগ্য ইউনিট বসানো হলে একড়পিছু ৫ লক্ষ টাকা ইনসেনটিভ দেওয়া হবে।

You may also like

Leave a Reply!