বঙ্গ নিউস, ১০ ডিসেম্বর,২০২০ঃ সরকারি চাকরি খুজছেন? এবার সুযোগ এসে গেছে। স্টাফ সিলেকশন কমিশন বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা জানিয়েছে। ‘এসএসসি সিএইচএসএল ২০২০’ এই নোটিফিকেশনে ক্লিক করলে বিস্তারিত জানা যাবে কোন পদে কত জন নেবে। কোন পদের জন্য কি যোগ্যতা সেটাও ওই নোটিফিকেশন থেকে জানা যাবে।
আরও পড়ুন ESI তে নিয়ম বদল, সহজেই পাবেন এই পরিষেবা
স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে উচ্চ-মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে। টায়ার ১ ও টায়ার ২ দুটি ধাপে পরীক্ষা হবে। টায়ার ১ এ উত্তীর্ণ হলে তবেই টায়ার ২ পরীক্ষার জন্য ডাক পাবেন। পরীক্ষার জন্য অনলাইনে ফিজ দেওয়া যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর অফলাইনে ২১ ডিসেম্বর পর্যন্ত ফিজ দেওয়া যাবে। আগামী বছরের এপ্রিলের ১২ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে পরীক্ষার দিন ধার্য হবে।