টালা, ২৪ নভেম্বর, ২০২০ঃ জলসঙ্কটে পড়তে চলেছে উত্তর কলকাতার টালা। পাইপ ফেটে যাওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। জানা গিয়েছে শনিবার থেকেই বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। শনিবার সকাল পর্যন্ত জল সরবরাহ দেওয়া হবে, এরপর কাজ শুরু হবে। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ থাকবে পরিষেবা।
আরও পড়ুন কর্পোরেট সংস্থা ব্যাঙ্ক খুললে সাধারণের টাকার নিরাপত্তা অনিশ্চিত – রঘুরাম রাজন
রবিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ। দক্ষিণ কলকাতারও বেশ কিছু অংশ টালার উপর নির্ভরশীল ফলে সেসব অঞ্চলগুলিতেও রবিবার বিকেল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। পাইপ ফেটে যাওয়ায় রাস্তায় জল জমে রয়েছে। এর আগেও টালা পাইপলাইনে সমস্যা দেখা দিয়েছিল, বিঘ্নিত হয়েছিল পরিষেবা, এবার যাতে সমস্যা না হয়, ফলে পাকাপাকি ভাবে কাজ করতে চাইছে কতৃপক্ষ। সেইকারণে রবিবার পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে।