Home দেশ সেনা তল্লাশিতে ব্যর্থ হল দ্বিতীয় পুলওয়ামা কাণ্ড

সেনা তল্লাশিতে ব্যর্থ হল দ্বিতীয় পুলওয়ামা কাণ্ড

by banganews

পুলওয়ামা, ১৭ সেপ্টেম্বর, ২০২০: হতে হতেও বেঁচে গেল আরও এক পুলওয়ামা কাণ্ড। এদিন সকাল আটটা নাগাদ সেনাবাহিনীর তল্লাশিতে উদ্ধার হয় ৫২ কেজি বিস্ফোরক। জম্মু কাশ্মীর হাইওয়ের খুব কাছে, পুলওয়ামা ঘটনার সংলগ্ন অঞ্চল থেকেই উদ্ধার করা হয়েছে এই বিস্ফোরক।

আরও পড়ুন করোনার ধাক্কা আরও পাঁচ বছর?

২০১৯ সালের পুলওয়ামা আক্রমণ যেখানে ঘটেছিল, তার থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে উদ্ধার হওয়া এই বিস্ফোরকের নাম ‘সুপার ৯০’, জানিয়েছেন এক সেনা অফিসার।
সেনাবাহিনী সূত্রে খবর, লাগাতার তল্লাশি চালিয়ে মাটির নীচে থেকে উদ্ধার করা হয়েছে দুটি সিনটেক্স ট্যাঙ্ক। একটিতে ৪১৬ প্যাকেট বিস্ফোরক বোঝাই ছিল। প্রতিটি প্যাকেটে থাকা বিস্ফোরকের পরিমাণ ১২৫ গ্রাম। দ্বিতীয় ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে ৫০টি বিস্ফোরক যন্ত্র।
প্রসঙ্গত, গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ৩৫ কেজি আরডিএক্স বিস্ফোরণে ভারতীয় আধাসামরিক বাহিনীর চল্লিশজন জওয়ানের প্রাণ যায়।

You may also like

Leave a Reply!