Home কলকাতা খুলবে স্কুল, তৈরি হচ্ছে সুরক্ষাবিধি

খুলবে স্কুল, তৈরি হচ্ছে সুরক্ষাবিধি

by banganews

কলকাতা, ২৪ সেপ্টেম্বর, ২০২০: পাঁচমাস বন্ধ থাকার পর খুব শীঘ্রই আংশিকভাবে স্কুল খুলবে রাজ্যে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মিলবে স্কুলে আসার অনুমতি। তবে তার আগে কোভিড প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে স্কুলগুলিকে। জানতে হবে স্বাস্থ্যবিধি। স্কুলগুলির কাছে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠাবে সরকার।

আরও পড়ুন আজ এক বাঙালিনীর জন্মবার্ষিকী উদযাপন করছে গুগল

সেই নির্দেশিকায় উল্লিখিত নিয়মগুলি কী হবে?
স্কুলে পাঠানোর আগে এবং পরে পড়ুয়াদের স্যানিটাইজ করবে।
গোটা স্কুল স্যানিটাইজ করতে হবে
এক বেঞ্চ-এ দু-জনের বেশি বসতে দেওয়া হবে না
স্কুলে ঢোকা ও বেরোনোর সময় ১ মিটার দূরত্ব মানতে হবে
স্কুলে থাকাকালীন শিক্ষক বা পড়ুয়ারা কেউই মাস্ক খুলতে পারবেন না
কোনও কারণেই স্কুলে জটলা করা যাবে না।
স্কুল কর্তৃপক্ষ, পড়ুয়া এবং অভিভাবক সকলেই সুরক্ষাবিধি মানতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You may also like

Leave a Reply!