Home কলকাতা গুরুংকে দলে এনে ‘২১-এর ভোটে কিস্তিমাত করবে শাসকদল!

গুরুংকে দলে এনে ‘২১-এর ভোটে কিস্তিমাত করবে শাসকদল!

by banganews

কলকাতা, ২৩ অক্টোবর, ২০২০ঃ বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুংয়ের শাসকদলে প্রত্যাবর্তনে উত্তরবঙ্গে কোণঠাসা গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, গুরুংকে ফিরিয়ে এনে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে গুরুং ফ্যাক্টরকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়েছিল গেরুয়া বাহিনী। এবার গুরুংয়ের দলবদলে পাহাড়ে জয়ের পথ নিশ্চিত করে ফেলল তৃণমূল।

আরও পড়ুন শিক্ষক নিয়োগে সুখবর, একবার উত্তীর্ণ হলে আর দিতে হবে না টেট

বুধবারই গুরুং জানান , নরেন্দ্র মোদী, অমিত শাহ কথা রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কথার খেলাপ করেন না। সেকারণেই তাঁর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত। পাশাপাশি জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়বেন তিনি। গুরুংকে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর তিন মাস আগে দিল্লিতে গুরুংয়ের সাথে কথা বলেন পিকে। রাজ্যের এক মন্ত্রীর সাথে কথাও হয় গুরুংয়ের। এই চালেই উত্তরবঙ্গে বিজেপিকে চেকমেটের মুখে ফেলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

You may also like

Leave a Reply!