Home দেশ বদলে গেল SBI ATM থেকে টাকা তোলার নিয়ম

বদলে গেল SBI ATM থেকে টাকা তোলার নিয়ম

by banganews

বঙ্গ নিউস, ১৫ সেপ্টেম্বর,২০২০ঃ  আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত SBI ATM থেকে দিনের যে কোনও সময় ১০,০০০ টাকার বেশি তুললে লাগবে ওটিপি ৷ এর ফলে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং থেকে সুরক্ষিত থাকবেন গ্রাহকরা ৷ তবে অন্য ব্যাঙ্কের এটিএমে এই সুবিধা মিলবে না ৷

আরও পড়ুন মিমিকে হেনস্থা ট্যাক্সিচালকের, তারপর যা হল…

রাতে এটিএম জালিয়াতি থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য SBI জানুয়ারি ১, ২০২০ থেকে নিয়ে এসেছিল নতুন পরিষেবা ৷ ওটিপি দিয়ে টাকা তোলার সুবিধা চালু করেছিল। এই নিয়ম অনুযায়ী, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসবিআই এটিএম থেকে ১০,০০০ এর বেশি টাকা তোলার জন্য ওটিপির দরকার পড়বে ৷

এবার ATM থেকে টাকা তোলার জন্য স্টেট ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷
১০ হাজার টাকার বেশি তুললে এই ওটিপি দিতে হবে ৷ নয়ত ওটিপি লাগবে না।

You may also like

Leave a Reply!