কলকাতা, ১৬ নভেম্বর, ২০২০ঃ অনেক জটিলতা কাটিয়ে অবশেষে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ আবার শুরু হল। নোয়াপাড়া বিমানবন্দর ও গড়িয়া বিমানবন্দরের কাজ এতদিন আটকে ছিল নানা জটিলতায়। অবশেষে যশোর রোডের কাছে কাজ শুরু হল। দ্রুত গতিতে এগোচ্ছেও সেই কাজ। ইতিমধ্যেই ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত লোকাল ট্রেনের জন্য যে পিলার ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। যদিও এই পিলারের একাংশ ব্যবহার করা হবে নোয়াপাড়া বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের জন্য। ২৫ ঘন্টা টানা ঢালাই করে বিমানবন্দর মেট্রো স্টেশনের ছাদ তৈরির কাজ সম্পন্ন করেছে ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা মিলে।
আরও পড়ুন দীপাবলীতে লক্ষী এল ঘরে, লোকসান চিনের
মোট ১,৫০০ ঘনমিটার ঢালাই করতে লেগেছে ২৫ ঘণ্টা। মোট ৪৮ জন শ্রমিক মিলে এই কাজটি সম্পন্ন করেছে। মেট্রোর ইঞ্জিয়ারদের কথায় এই ঢালাই ভাগে ভাগে করা যায় না। ভাগে ভাগে করলে পরে জল জমে থাকার সম্ভবনা থেকে যায়। বিমানবন্দর মেট্রো স্টেশনের ছাদের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩৬.৩ মিটার, পুরু ১ মিটার।৩টি কংক্রিট পাম্প দিয়ে ২০টি কনক্রিটবাহী ট্রাক থেকে লাগাতার কংক্রিট সরবরাহ করেছে। সেই কংক্রিট দিয়ে ঢালাইয়ের কাজ হয়েছে। ৪৮ জন কোভিড বিধি মেনেই এই কাজ করেছে। প্রকল্পের চিফ প্রজেক্ট ম্যানেজার গৌতম শিকদার জানিয়েছেন, “২০২২ সালের মধ্যে আমরা কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। তাই অল্প কর্মী হলেও তাদের নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি।”