Home পাঁচমিশালি রেস্তোরাঁয় নতুন মেনু ‘মাস্ক নান’ সঙ্গে ‘করোনা তরকারি’

রেস্তোরাঁয় নতুন মেনু ‘মাস্ক নান’ সঙ্গে ‘করোনা তরকারি’

by banganews

রাজস্থান, ৩১ জুলাই, ২০২০: ভারতে ক্রমশ বেড়ে চলেছে করোনা আগ্রাসন। দেশের বাকি রাজ্যের মতো রাজস্থানেও বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে রাজস্থানের যোধপুরের একটি রেস্তোরাঁতে আজব কান্ড। এখানের মেনুতে করোনার নানান আইটেম যুক্ত করা হয়েছে। এই রেস্তোরাঁর মালিক অনিল কুমার তাঁর দোকানের মেনুতে যোগ করেছেন ‘মাস্ক নান’ সঙ্গে ‘করোনা তরকারি’।

আরও পড়ুন ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কর্মহীন হতে পারেন বহু মানুষ

এই রেস্তরাঁয় মাস্কের আকারে নান তৈরি করা হয়েছে। আর নানের সাথে যে তরকারি পরিবেশন করা হয় তা দেখলে মনে হবে প্লেটে করে যেন করোনা ভাইরাস দেওয়া হচ্ছে। রেস্তরাঁর শেফ কোপ্তাকে করোনা ভাইরাসের আকারে তৈরি করেছেন। ওই রেস্তোরাঁর এই অদ্ভুত ধরনের খাবার নিয়ে চারিদিকে সাড়া পড়ে গিয়েছে। বেশ কয়েকজন ইতিমধ্যে ওই খাবার খেয়েও দেখেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন ভারতে কালার টিভি আমদানিতে রাশ কেন্দ্রের

করোনা সংক্রমণ থেকে কবে মুক্তি মিলবে তা অজানা। তাই করোনাকে নিয়েই বাঁচতে চাইছে মানুষ। মাস্ক নিয়েও চলছে নানান এক্সপেরিমেন্ট। কেউ মাস্কেই করছেন ডিজাইন তো কেউ বানিয়ে ফেলেছেন সম্পূর্ণ সোনার মাস্ক। আর এসবের মাঝেই জয়পুরের রেস্তোরাঁ বানিয়ে ফেলল ‘মাস্ক নান’ সঙ্গে ‘করোনা তরকারি’।

ছবি সৌজন্যে ঃ গুগল

You may also like

Leave a Reply!