Home লাইফস্টাইল কমতে পারে স্কুটার ও মোটরবাইকে জিএসটি-র হার

কমতে পারে স্কুটার ও মোটরবাইকে জিএসটি-র হার

by banganews

বিলাসিতাও নয়, আবার সমাজের পক্ষে তুলনামূলক কম ক্ষতিকারক। তাই কমানো হতে পারে স্কুটার এবং মোটরবাইকের উপরে প্রযোজ্য জিএসটি-র হার৷ মঙ্গলবার এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বর্তমানে স্কুটার, বাইকের মতো দুচাকার যানের দামের উপরে ২৮ % হারে জিএসটি চাপানো হয়৷অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি কাউন্সিলের বৈঠকে নতুন প্রস্তাবটি তোলা হবে।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!