Home বঙ্গ মেদিনীপুরে শুরু ‘ বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান

মেদিনীপুরে শুরু ‘ বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান

by banganews

মেদিনীপুর, ১ ডিসেম্বর, ২০২১ঃ  আজ থেকে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে শুরু হল ‘ বাংলা মোদের গর্ব’ শীর্ষক অনুষ্ঠান । তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা ” বাংলা মোদের গর্ব” অনুষ্ঠানটি  চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র । জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহকারী সভাধিপতি অজিত মাইতি, পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সূচনা অনুষ্ঠানে।

আরও পড়ুন ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কুকুরের নামে সম্পত্তি লিখে দিল এক ব্যাক্তি

কোভিড সংক্রান্ত বিধি-নির্দেশ মেনেই এই অনুষ্ঠানে থাকছে সহায়ক দলগুলির তৈরি দ্রব্য সামগ্রীর প্রদর্শনী, হস্তশিল্পের প্রদর্শনী, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উপর প্রদর্শনী এবং ” উন্নয়নের পথে মানুষের সাথে” শীর্ষক প্রদর্শনী। মূল মঞ্চে থাকছে তিনদিন ব্যাপী স্থানীয় শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পী,এবং কোলকাতা থেকে আগত শিল্পীদের অনুষ্ঠান। এই দিন সূচনা অনুষ্ঠানে সৌমেন মহাপাত্র নাম না করে বিজেপি র সমালোচনা করেন । পাশাপাশি রাজ্যের সরকার কীভাবে বাংলার উন্নয়ন করে চলেছে তা তুলে ধরেন ।

You may also like

Leave a Reply!