Home দেশ লালকেল্লায় খালিস্তানি পতাকা তুললেই লাখটাকা

লালকেল্লায় খালিস্তানি পতাকা তুললেই লাখটাকা

by banganews

দিল্লি, ১৩ অগাস্ট, ২০২০: স্বাধীনতা দিবসের আগে উদ্বেগে দিল্লি। ১৫ অগাস্ট লাল কেল্লায় খালিস্তানের পতাকা ওড়ালে ১ লক্ষ ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে নিষিদ্ধ শিখ সংগঠন। সোশাল মিডিয়ায় শিখ ফর জাস্টিস সংগঠনের নামে এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন করোনা আবহে পড়ছে চিনা স্মার্টফোনের ব্যবসা

খালিস্তানিদের যে কোনও কর্মকাণ্ড রুখতে কী ধরনের সুরক্ষা বলয় নেওয়া যায়, তা নিয়ে ব্লুপ্রিন্ট ছকে রাখার কাজ চলছে।
শিখ ফর জাস্টিস সংগঠনের আইনজীবী তথা সাধারণ কৌঁসুলি গুরুপতবন্ত সিংয়ের হুমকির পর থেকেই জোরকদমে চলছে তল্লাশি। রাজধানীর প্রধান বাজারগুলিতে লাগাতার টহল দিচ্ছে পুলিশ। নজরদারি জোরদার করা হয়েছে সন্দেহভাজনদের উপর। শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের দিন সুরক্ষা নিশ্চিত করতে লালকেল্লা ও আশপাশে মোতায়েন করা হবে ৪৫ হাজার জওয়ান।

আরও পড়ুন ডোজ প্রতি ২৮০০ টাকায় মিলবে কোভিড চিকিৎসার অ্যান্টিভাইরাল ড্রাগ, জানাল জাইডাস

নিষিদ্ধ শিখ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ অগাস্ট তাঁদের কাছে শুধুমাত্র শাসকের পরিবর্তন ছাড়া আর কিছুই নয়। অবশ্য এই সংগঠনের হুমকি সম্পর্কে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, সাধারণের মধ্যে উদ্বেগ ছড়াতেই এই ধরনের উত্তেজক পোস্ট করে যাচ্ছে শিখ ফর জাস্টিস সংগঠন।

You may also like

Leave a Reply!