Home কলকাতা যাত্রী সংখ্যা অনেক কম, ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ

যাত্রী সংখ্যা অনেক কম, ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ

by banganews

কলকাতা , ১৬ সেপ্টেম্বর, ২০২০ঃ দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকার পর আনলক ৪ এ চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। কিন্তু ২ দিনে ২০০ পেরোয়নি যাত্রী সংখ্যা এবং তা নিয়ে উদ্বিগ্ন মেট্রো কর্তৃপক্ষ। গত ১৪ তারিখ থেকে দমদম-কবি সুভাষ মেট্রো চালু হয়েছে। পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রোও চালু হয়েছে। কিন্তু যাত্রী প্রায় নেই বললেই চলে। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে ইস্ট ওয়েস্ট মেট্রো চালানো আদৌ লাভজনক হবে কিনা। সূত্রের খবর ২০ মিনিটের বদলে ৩০ মিনিট গ্যাপে চালানো হবে মেট্রো। কমানো হতে পারে মেট্রোর সংখ্যাও।

আরও পড়ুন বদলে গেল SBI ATM থেকে টাকা তোলার নিয়ম

ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অবস্থা কেন? ১৪ ফেব্রুয়ারি চালু হয় ইস্ট ওয়েস্ট মেট্রো। করোনা আবহে দেড় মাসের মাথায় বন্ধ হয়ে যায় পরিষেবা। ফলে সেভাবে প্রচারও হয়নি, এছাড়াও ইস্ট ওয়েস্ট মেট্রোতে মাত্র ছয়টি স্টেশন, সেখানে সল্টলেকে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশী। আর সেক্টর ফাইভের বেশিরভাগ অফিসই তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক হওয়ায় সেখানে ওয়ার্ক ফ্রম হোম সুবিধা এখনও উপলব্ধ। যাঁদের গাড়ি নেই তাঁরা বাসে বা অটোতে যাতায়াত করেন, এতে মেট্রোর থেকে খরচ কম। এই কারণেই মেট্রোতে যাত্রী সংখ্যা অনেকটাই কম। অন্যদিকে ফুলবাগান মেট্রো চালু নিয়ে তোড়জোড় করছে কর্তৃপক্ষ। ফুলবাগান মেট্রো চালু হলে শিয়ালদহ শাখার লোকাল ট্রেনের যাত্রীদের সুবিধা হবে এবং মেট্রো কর্তৃপক্ষও লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!