Home কলকাতা চতুর্থীতে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়াল ৪ হাজার, উদ্বেগ চিকিৎসক মহলে

চতুর্থীতে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়াল ৪ হাজার, উদ্বেগ চিকিৎসক মহলে

by banganews

কলকাতা, ২০ অক্টোবর, ২০২০ঃ উৎসবের মরশুমে উদ্বেগ বাড়িয়ে দিল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার অতিক্রান্ত যা রেকর্ড। আজ মহাচতুর্থীর দিনেই ৪ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা তবে দৈনিক মৃতের সংখ্যা কিছুটা কমেছে অন্যান্য দিনের তুলনায়। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৯ জন।

আরও পড়ুন বড়পর্দার রোমান্টিক মাইলস্টোনের ২৫ বছর

দৈনিক আক্রান্তের নিরিখে আজ কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগণা। কলকাতায় আজ আক্রান্তের সংখ্যা ৮০৯ সেখানে উত্তর ২৪ পরগণায় ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ২৯ হাজার ৫৭ জন। যদিও একদিনে মৃত্যুর সংখ্যা কমেছে। একদিনে মৃত্যু হয়েছে ৬১ জনের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮০ জন। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৭৬২ জনের। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৫১ জনের। তবে আজকের সংক্রমণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের।

You may also like

Leave a Reply!