কয়েকদিন আগে Google জানিয়েছে যে, পুরোনো Google Pay অ্যাপের জায়গাতে নতুন Google Pay আসতে চলেছে । উল্লেখ্য, আমেরিকায় ইতিমধ্যেই নতুন অ্যাপটি চালু হয়েছে। তবে এই অ্যাপে ইনস্ট্যান্ট ট্রান্সফারের ক্ষেত্রে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১.৫% অতিরিক্ত চার্জ কাটা হবে।বুধবার Google কর্তৃপক্ষ জানিয়েছে, এই চার্জ শুধু আমেরিকার ইউজারদের জন্য প্রযোজ্য। ভারতীয় ইউজারদের কোন অতিরিক্ত চার্জ লাগবে না।
ভারতে Google Pay অ্যাপের ৬৭ মিলিয়ন ইউজার আছে।গুগল পে-র বিপরীতে Paytm, Phone Pe ইত্যাদি রয়েছে৷ এরা কেউই পেমেন্টের জন্য অতিরিক্ত চার্জ কাটে না। Google Pay চার্জ কাটা শুরু করলে, মানুষ অন্য বিকল্প বেছে নেবে। তাই Google ভারতের জন্য এই ছাড় দিল।
গুগলের নতুন Google Pay অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ভার্সনের জন্যই ভারতে আসতে চলেছে। এতে পেমেন্ট ফিচার যেমন উন্নত হবে, সেই সঙ্গে সুরক্ষাও থাকবে৷ তাছাড়া গুগল পে-র মধ্যে Plex নামে একটি মোবাইল-ফার্স্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির প্রচেষ্টাও চলছে।