Home দেশ নতুন নির্বাচন কমিশনার রাজীব কুমার

নতুন নির্বাচন কমিশনার রাজীব কুমার

by banganews

দিল্লি, ২২ অগাস্ট, ২০২০ঃ  নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আমলা রাজীব কুমার । অশোক লাভাসা ইস্তফা দেওয়ায় নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়েছিল। ৩১ অগস্টের আগে অব্যহতি চেয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন লাভাসা।

আরও পড়ুন দিল্লিতে গুলির লড়াই, IED সহ গ্রেপ্তার ISIS জঙ্গি

শুক্রবার রাতে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে ‘ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার ২ উপধারা অনুসারে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমারকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। বর্তমান নির্বাচন কমিশনার অশোক লাভাসার ইস্তফাপত্র ৩১ অগাস্ট কার্যকর হবে। তাঁর স্থানে ওই দিন রাজীব কুমার কার্যভার গ্রহণ করবেন।’ রাজীব কুমার এর আগে কেন্দ্রে অর্থ সচিবের দায়িত্বও পালন করেছেন। ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটিয়ে চারটি বৃহৎ ব্যাঙ্ক গঠনে যুক্ত ছিলেন তিনি৷

করোনা পরিস্থিতিতে শুক্রবার ভোটের জন্যে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। প্রতি বিধানসভা কেন্দ্র , জেলা ও রাজ্য স্তরে নোডাল হেলথ অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। প্রার্থীরা অনলাইনেই মনোনয়ন পত্র, হলফনামা এবং সিকিওরিটি মানি জমা দেবেন অনলাইনে৷

আরও পড়ুন নতুন সংক্রমণ নেই, মাস্কবিধি শিথিল বেজিংয়ে

প্রতি বুথে থার্মাল গান থাকবে, যা ভোটারের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবে। সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ঘরে ঘরে গিয়ে প্রচারের সময় সর্বাধিক পাঁচ জন অংশ নিতে পারবেন। করোনা পজিটিভ হলে ভোটগ্রহণের শেষ দিকে ভোট দিতে পারবেন।

You may also like

Leave a Reply!