Home প্রযুক্তি বদলে যেতে চলেছে গাড়ির নেমপ্লেট

বদলে যেতে চলেছে গাড়ির নেমপ্লেট

by banganews

বঙ্গ নিউস, ২৪ ডিসেম্বর, ২০২০ঃ মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এবার প্রতি গাড়িতেই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ব্যবহার করতে হবে এবং গাড়ির উইন্ডস্ক্রিনের পিছনে লাগিয়ে রাখতে হবে রঙিন কোডেড স্টিকার বা হলোগ্রাম। সরকারি এই সিদ্ধান্তের সঙ্গে সহমত সুপ্রিম কোর্ট। আপাতত দিল্লি এবং উত্তর প্রদেশে এই নিয়ম চালু হচ্ছে৷

আরও পড়ুন বড়দিনের আগে জমিয়ে ঠাণ্ডা

যে সব গাড়িতে হলোগ্রাম এবং HSRP থাকবে না, তাদের ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।
হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটে থাকবে একটা সেফটি লক । এই সেফটি লক ভাঙলে তবেই নেমপ্লেট বদলানো যাবে। জানা গিয়েছে, প্লেটের বাঁ দিকে নীল রঙের অশোক চক্র এর সঙ্গে বড় অক্ষরে INDIA খোদাই করা থাকবে।

গাড়িটি কোন ধরনের জ্বালানিতে চলে সেটা বোঝানোর জন্য থাকছে হলোগ্রাম। যে সব BS-VI গাড়ি পেট্রোল আর CNG-তে চলে, তাদের নীল ব্যাকগ্রাউন্ডের স্টিকারে সবুজ দাগ দেওয়া হবে। BS-IV গাড়ির ক্ষেত্রে স্টিকারে শুধু নীল ব্যাকগ্রাউন্ড থাকবে। ডিজেলচালিত গাড়ির জন্য কমলা রঙের স্টিকার থাকবে।

২০১৯ এর এপ্রিলের পর গাড়ি কিনলে ডিলারের কাছ থেকে হলোগ্রাম এবং HSRP পাওয়া যাবে। এছাড়া পাবেন
https://www.bookmyhsrp.com/BookMyHSRP_HSRPFAQ.aspx ঠিকানায়।

You may also like

Leave a Reply!