Home কলকাতা কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য সরতে পারে মসজিদ

কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য সরতে পারে মসজিদ

by banganews

কলকাতা,৩০ অগাস্ট, ২০২০ : কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদ আলোচনা সাপেক্ষে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। অবশেষে মসজিদ কমিটি আলাপচারিতায় বসতে রাজি। সেটিকে সরানো সম্ভব হলে দ্বিতীয় রানওয়ে বাড়ানোর কাজ চালু হবে।

কলকাতা বিমানবন্দরের জন্য ১৯৬২ সালে সম্প্রসারণের জমি অধিগৃহীত হলে মসজিদ থেকে যায় বিমাবন্দরের পাঁচিলের ভিতর৷ যশোর রোডের পাশেই ছিল মসজিদ। বিমানবন্দরের সুবিধার্থে যশোর রোডটিকে ঘুরিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন আসামে গণপিটুনিতে মৃত ১, আহত আরও এক

বিরাটি পেরিয়ে বিমানবন্দরের সাত নম্বর গেটের ভিতর অবস্থিত এই বাঁকড়া মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয় ১৮৯০ সালে। বিমানবন্দর কর্তৃপক্ষের জন্য এটির নাম ‘লিটল বয়’।
দ্বিতীয় রানওয়ে তৈরির প্রয়োজন হতেই বিতর্ক শুরু হয়, মসজিদ সরাতে রাজি না হওয়ায় থমকে যায় কাজ।

শেষ পর্যন্ত আলোচনার জন্য প্রস্তুত মসজিদ কমিটি।
দারুল উলুম দেওবন্দ, মুসলিম ল বোর্ড ও জমিয়তে উলেমায়ে হিন্দকে চিঠি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন আনলক ৪: চালু হচ্ছে মেট্রোরেল, তবে এখনও বন্ধ এসব

আরইএসএ (রানওয়ে অ্যান্ড সেফটি এরিয়া) যাচাই করে দেখা গেছে বড় বিমান ওঠানামার জন্য যে ২৪০ মিটার জায়গা প্রয়োজন কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে সেই দৈর্ঘ্য ১৬০ মিটার ৷ রানওয়ের শেষে অন্তত ৯০ মিটার রেসা রাখা বাধ্যতামূলক ৷
মসজিদ সরিয়ে নেওয়া গেলে দ্বিতীয় রানওয়ের জন্য সম্প্রসারণের এই কাজ সুবিধাজনক হবে।

You may also like

Leave a Reply!