Home দেশ কৃষক আন্দোলনে ঢুকে পড়েছে মাওবাদীরা, দাবি পীযুষ গোয়েলের

কৃষক আন্দোলনে ঢুকে পড়েছে মাওবাদীরা, দাবি পীযুষ গোয়েলের

by banganews

দিল্লি, ১২ ডিসেম্বর, ২০২০ঃ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে টানা ১৭ দিন ধরে বিক্ষোভ চলছে দিল্লিতে। ইতিমধ্যে সড়কপথে ও টোল প্লাজায় অবস্থান বিক্ষোভ করছে কৃষকরা। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় রেল ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল। কৃষক আন্দোলনে ঢুকে পড়েছে নকশাল ও বামপন্থীরা। এই আন্দোলন আর অরাজনৈতিক নেই , আজ এমনটাই দাবি করেছেন পীযুষ গোয়েল। তাঁর এই দাবির পর সরব হয়েছেন কৃষকরা।

আরও পড়ুন পৌষমেলা হচ্ছে না , জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

কৃষক সংগঠনের মুখপাত্র রাকেশ টিকায়েত পাল্টা দাবি করেছেন কৃষকদের মধ্যে দেশ বিরোধী কোনো গতিবিধি লক্ষ করা যায়নি। যদি সেরকমই কিছু হয় তাদের গ্রেপ্তার করা হোক। তবে কৃষক সংগঠনের একাংশের দাবি কিষাণ সংগঠনের নেতা হান্নান মোল্লা সিপিএম নেতা, সরকার হয়তো তাঁর দিকেই ইঙ্গিত করছে। এদিকে আজ FICCI-র এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নয়া কৃষি আইনের পক্ষে জোরাল সওয়াল করেন। তিনি বলেন, কৃষকদের লাভের জন্যই নতুন কৃষি আইন আনা হয়েছে। এতে লাভবান হবেন সব শ্রেণির কৃষকরাই। গোয়েল এদিন আরও বলেন, নতুন কৃষি আইনে কৃষকরা তাদের খরচের আরও ৫০ শতাংশ বেশি লাভ পাবেন। সরকার তা নিশ্চিত করেছে। তবে এখনও কৃষক বিক্ষোভ অব্যাহত। কৃষকদের স্পষ্ট বক্তব্য আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

You may also like

Leave a Reply!