Home দেশ প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

by banganews

দিল্লি, ৩১ অগাস্ট, ২০২০ঃ তিনিই তৈরি করিয়েছিলেন ন্যাশানাল হার্ট ইন্সটিটিউট। করোনা আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ চিকিৎসক এস আই পদ্মাবতী। বয়স হয়েছিল ১০৩।

দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি। ১৯৬২ সালে অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৬৭ সালে পদ্মভূষণ এবং ১৯৯২ সালে পদ্মবিভূষণ সম্মানে এই চিকিৎসককে সম্মানিত করা হয়।

আরও পড়ুন শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন রাষ্ট্রপতির

১৯৬৭ সালে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের ডিরেক্টর প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব নেন এস আই পদ্মাবতী, যুক্ত ছিলেন জিবি পন্থ ও আরউইন হাসপাতালের সঙ্গেও। সেখানে প্রথম হৃদরোগ চিকিৎসার জন্য এমডি কোর্স চালু করেন তিনি। ১৯৮১ সালে নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন ন্যাশানাল হার্ট ইন্সটিউট। ২০১৫ সাল পর্যন্ত সেখানেই দৈনিক ১২ ঘন্টা চিকিৎসা করতেন শিবরামকৃষ্ণ আইয়ার পদ্মাবতী।

গত ১১ দিন ধরে ন্যাশানাল হার্ট ইন্সটিউটে চিকিৎসা চলছিল তাঁর। দুটি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পশ্চিম দিল্লির পাঞ্জাবি বাগ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

You may also like

Leave a Reply!