Home কলকাতা প্রয়াত পদ্মশ্রী পরমাণু বিজ্ঞানী শেখর বসু

প্রয়াত পদ্মশ্রী পরমাণু বিজ্ঞানী শেখর বসু

by banganews

কলকাতা, ২৪ সেপ্টেম্বরঃ পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও প্রবীণ পরমাণু বিজ্ঞানী পদ্মশ্রী ড. শেখর বসু প্রয়াত হয়েছেন৷ কিছুদিন আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল৷ বৃহস্পতিবার ভোর ৪ টে ৫০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৮ বছর৷

আরও পড়ুন মাদক কাণ্ডে সমন করণ জোহরের কোম্পানির ডিরেক্টরকে

২০১৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল এই বিজ্ঞানীকে৷ করোনা সংক্রমণের পাশাপাশি তাঁর কিডনির সমস্যাও ছিল।

যান্ত্রিক প্রকৌশলী, দেশের পারমাণবিক শক্তি কর্মসূচিতে তাঁর অবদানের জন্য ড. বসু স্মরণীয় হয়ে থাকবেন৷ তিনি ভারতের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS Arihant এর অত্যন্ত জটিল রিয়্যাক্টর উদ্ভাবন করেছিলেন।

You may also like

Leave a Reply!