গুরুগ্রাম,১৬ অগাস্ট,২০২০ঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্রিকেটার তথা বিজেপি নেতা চেতন চৌহানের। গত মাসে ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার করোনা আক্রান্ত হন৷ তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই শুরু হয় কিডনির সমস্যা। রবিবার সকাল থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অরগ্যান ফেলিওর হয় চেতন চৌহানের৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
আরও পড়ুন ফিরে আসুন ধোনি, চাইছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
সাতের দশকে সুনীল গাওয়াস্কারের ওপেনিং পার্টনার ছিলেন চেতন চৌহান। ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেন। ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন এই প্রাক্তন ক্রিকেটার। উত্তরপ্রদেশের মন্ত্রীও ছিলেন চেতন চৌহান।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।