Home বিনোদন প্রয়াত বলিউড পরিচালক নিশিকান্ত কামাত

প্রয়াত বলিউড পরিচালক নিশিকান্ত কামাত

by banganews

হায়দ্রাবাদ, ১৭ অগাস্ট, ২০২০ : সোমবার বিকেল ৪টে ২৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশিকান্ত কামাত। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৷ অভিনেতা রিতেশ দেশমুখ , অজয় দেবগন প্রমূখ তাদের প্রিয় পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পরিচালক নিশিকান্ত কামাত হায়দ্রাবাদের গচ্চিবৌলির AIG হাসপাতালে ৩১ জুলাই ভর্তি হয়েছিলেন। জানা গেছে, জন্ডিস হয়েছিল নিশিকান্তের। ভুগছিলেন সিরোসিস অফ লিভার-এর সমস্যায়।

আরও পড়ুন করোনা রুখতে বাড়িতেই বানিয়ে ফেলুন সহজলভ্য এই পানীয়

‘মাদারি’,‘দৃশ্যম’, ‘মুম্বই মেরি জান’-এর মতো জনপ্রিয় বেশকিছু ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন৷ এর পাশাপাশি জন আব্রাহামের সঙ্গে ‘ফোর্স’, ‘রকি হ্যান্ডসম’র মতো ছবিতেও পরিচালক হিসেবে কাজ করেছেন নিশিকান্ত।

২০০৫ সালে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ডম্বিভালি ফাস্ট’ সিনেমার পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতেই আসে জাতীয় স্বীকৃতি। সফল পরিচালক এর পাশাপাশি নিশিকান্ত কামাত একজন দক্ষ অভিনেতা । ‘সাচেত আচ ঘারাত’, ‘ভাবেশ জোশি সুপারহিরো’, ‘ফুগে’, ‘জুলি-২’ ইত্যাদি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।

You may also like

Leave a Reply!