বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ করোনা আবহে দীর্ঘ লকডাউনের জেরে আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের জিডিপি সংকোচন অব্যাহত থাকল। প্রথম ত্রৈমাসিকেও দেশের জিডিপি সংকোচন হয়েছিল। চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার ২৩.৯ শতাংশে নেমে গিয়েছিল।
আরও পড়ুন ১ ডিসেম্বর থেকে খুলছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ
এরপর আশা করা হয়েছিল দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি হার বৃদ্ধি পাবে, কিন্তু এবারও তা হল না। পরপর দুবার জিডিপি-র হার কমে গেলে আর্থিক মন্দা হিসাবে গন্য করা হয়। ভারতের ইতিহাসে এই প্রথম আর্থিক মন্দার মুখে ভারতীয় অর্থনীতি। যদিও মুখ্য আর্থিক উপদেষ্টা কে সুব্রহ্মণ্যম-এর দাবি এখন ভালো জায়গায় রয়েছে ভারতের অর্থনীতি। তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে দাবি করেছেন তিনি।