Home দেশ একদিনে সর্বোচ্চ সংক্রমণের নজির, গতদিন নয়া আক্রান্ত ৩২,৬৯৫ জন

একদিনে সর্বোচ্চ সংক্রমণের নজির, গতদিন নয়া আক্রান্ত ৩২,৬৯৫ জন

by banganews

গতদিন ভারতবর্ষ দেখল একদিনের সর্বোচ্চ সংক্রমণের নতুন নজির, বিগত ২৪ ঘন্টায় এই দেশে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৬৯৫ জন মানুষ। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। এই নিয়ে ভারতের মোট পরিসংখ্যান গিয়েছে ৯ লক্ষ ৬৮ হাজারে, ১০ লাখের পাল্লা পেরিয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এদেশের তিন লক্ষ একতিরিশ হাজার একশ ছেচল্লিশ জন এখনও পর্যন্ত অ্যাক্টিভ কেস হিসেবে চিহ্নিত। রোগাক্রান্ত হবার পরেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬,১২,৮১৫ জন মানুষ। মোট মৃত্যুর সংখ্যা ২৪,৯১৫ জন। এদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্তের ৮৬% রোগী ভারতের মাত্র ১০ টি রাজ্য থেকেই এসেছে। বিহারে আজ থেকে শুরু করে আগামী ১৬ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৬ ই জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত করোনা মহামারী সংক্রমণ রুখতে দোকানপাট, স্থানীয় পরিবহন থেকে শুরু করে অত্যাবশ্যকীয় পণ্য ব্যতিরেকে সকল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী মঙ্গলবার দিন একটি প্রেস বিবৃতিতে বলেন সে রাজ্যের প্রতিটি মিউনিসিপ্যাল, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ব্লক হেডকোয়ার্টারে আগামী ১৫ দিনের জন্য কঠোরভাবে নির্দেশিকা পালনের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন ভুটানে করোনা আক্রান্ত মানুষের ৯০% সুস্থ

দিল্লি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ জানিয়েছিল একটি মুক্ত পুস্তক মূল্যায়নের মাধ্যমে আন্ডারগ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের অন্তিম বর্ষের ছাত্র ছাত্রীরা তাদের ডিগ্রী সম্পন্ন করতে পারবে, একটি নির্দিষ্ট দিন ঠিক করা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই নির্ধারিত দিন পিছানোর কথা ভাবা হচ্ছে। বুধবার দিন একটি অধিবেশন মারফত তারা জানায় আগামী অগাস্ট মাসের ১০ থেকে ৩১ তারিখ পর্যন্ত হবে সেই পরীক্ষা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জারি করা নির্দেশিকার পরিবর্তে ইউনিভার্সিটি পক্ষের নেওয়া এই সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই দাখিল করা হয়েছে।

You may also like

Leave a Reply!