বঙ্গ নিউস, ১ জানুয়ারি, ২০২১ঃ দক্ষিণের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বাহুবলী ছবিতে অবন্তিকার চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন দর্শকদের। যদিও বলিউড অপেক্ষা দক্ষিণের ছবিতেই তামান্নাকে বেশি দেখা যায়। সোশাল মিডিয়ায় কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে তামান্নার৷ সম্প্রতি তামান্নার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন মেদিনীপুরে শুরু ‘ বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান
ভিডিওতে দেখা যাচ্ছে তামান্না বাস চালাচ্ছেন বেশ অনায়াসেই । অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে কি এবার অভিনয় ছেড়ে বাস চালানো শুরু করবেন? অভিনেত্রী জানিয়েছেন, এটি একটি সাউথ ইন্ডিয়ান সিনেমার শুটিং এর দৃশ্য।
কোভিড বিধি মেনে চলছে শুটিং। তাই মুখে মাক্স পরে বাস চালাচ্ছেন তিনি৷ অভিনেত্রী লিখেছেন,” যখন কাজের জন্য বাস চালাতে হয় তখন খুব অন্যরকম অনুভূতি হয়।