Home বঙ্গ রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী, আশার আলো যুগিয়ে বাড়ছে সুস্থতার হার

রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী, আশার আলো যুগিয়ে বাড়ছে সুস্থতার হার

by banganews

এদিন রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩,০৮০ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৯,৫৭৮ । এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯,৭০৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। আজকের হিসেবে যোগ করলে এখনো পর্যন্ত এই সংক্রামক ব্যাধিতে মারা গিয়েছেন ২,৪৭৩ জন। রাজ্য জুড়ে অ্যাক্টিভ কেস সংখ্যা ২৭,৪০২ জন। সুস্থের হার বেড়ে দাঁড়িয়েছে ৭৫.০২% ।
টেস্ট পার মিলিয়নের হিসেবে পরিসংখ্যান ১৪,৯৬৮। টেস্টের পরিমান আরও বাড়াতে তৎপর রাজ্য।

You may also like

Leave a Reply!