Home দেশ বিধিসম্মত সতর্কীকরণ মেনে সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য

বিধিসম্মত সতর্কীকরণ মেনে সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য

by banganews

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর, ২০২০ : লোধি এস্টেটের শ্মশানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল। কোভিড-১৯ নিয়মবিধি মেনে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

রাজাজি মার্গের বাসভবনে প্রণব মুখার্জিকে অন্তিম শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য দিতে আসেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কোভিড বিধিনিষেধ মানতে পরিকল্পনামাফিক নিয়মের রদবদল করতে হয়। কামানবাহী শকটের পরিবর্তে শববাহী শকটে হল তাঁর অন্তিম যাত্রা।

আরও পড়ুন প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাজ্যে ছুটি ঘোষণা, পিছলো পুলিশ দিবসের অনুষ্ঠান

সকাল নয় ঘটিকা থেকে রাজাজি মর্গের বাসভবনে শায়িত ছিলেন তিনি। উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। ছিলেন রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শ্রদ্ধাজ্ঞাপন করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত থেকে শুরু করে তিন সেনাপ্রধান সকলেই শেষশ্রদ্ধা জানান এই রাজনীতিবিদকে।

দুপুর একটা নাগাদ প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় লোধি রোড শ্মশানে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গান স্যালুট দেওয়া হয়। বুধবার সকালে তাঁর অস্থি বিসর্জন করা হবে। ওঁনার ইচ্ছানুসারে হরিদ্দারেই বিসর্জিত হবে অস্হি। দিনভর অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশও, বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেন শেখ হাসিনা।

আরও পড়ুন ফিরে দেখা বাঙালির গর্ব প্রণব মুখার্জির জীবন

এদিন অভিজিৎ মুখার্জি জানান তাঁদের জঙ্গিপুরের বাড়িতে প্রণব মুখোপাধ্যায়ের সংগ্রহশালা তৈরি হবে। এমনকি বাবার নামে ডাকটিকিট চালুরও আর্জি জানিয়েছেন প্রণবপুত্র।

You may also like

Leave a Reply!