কলকাতা, ১৩ অগাস্ট, ২০২০: করোনা আতঙ্কে এবার অনেকটাই ফিকে উৎসবের রং। তবে দুষ্টের দমন আর শিষ্টের পালনে পঞ্জিকা ও উপাচার মেনে আয়োজন করতে হবে মাতৃ আরাধনার। থমকে যাওয়া শহরে দুর্গাপুজোর প্রস্তুতির ছবিটাও অনেকটাই ম্লান। যদিও আজ থেকে শুরু হল শহরের প্রতিমার বিদেশযাত্রা।
আরও পড়ুন : পুরোনো খোলস ছেড়ে নয়াসাজে কলকাতা মেট্রো : কোচ, কাউন্টার, প্ল্যাটফর্ম সর্বত্রই এসি
বৃহস্পতিবার, কলকাতা থেকে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদের উদ্দেশে পাড়ি দিল একটি ফাইবারের দুর্গাপ্রতিমা।
কলকাতা থেকে সমুদ্রপথে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছতে সময় লাগবে ৪০ থেকে ৫০ দিন। ১১ হাজার ৫৮৪ নটিক্যাল মাইল পেরিয়ে পোর্ট অব স্পেনে প্রতিমা পৌঁছনোর পর তা নিয়ে যাওয়া হবে ত্রিনিদাদে। সেখানে হিন্দু পরিষদের এবারের দুর্গা পুজোয় পূজিত হবে কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পালের তৈরি এই দুর্গাপ্রতিমা।
ওয়েস্ট ইন্ডিজের পর তাঁর তৈরি প্রতিমা অস্ট্রিয়া এবং ফ্রান্সেও পাড়ি দেবে বলে জানিয়েছেন মিন্টু পাল।