Home Uncategorized বিল না মেটানোয় মৃতদেহ দেওয়া হল না পরিবারকে, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

বিল না মেটানোয় মৃতদেহ দেওয়া হল না পরিবারকে, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

by banganews

কলকাতা, ১৯ নভেম্বর, ২০২০ঃ ফের কাঠগড়ায় বাইপাস লাগোয়া ডিসান হাসপাতাল। এবার বিল না মেটানোয় মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল ডিসান হাসপাতালের বিরুদ্ধে। হাওড়ার মল্লিক ফটকের বাসিন্দা পিঙ্কি শর্মাকে চলতি মাসের ১ তারিখে ডিসানে ভর্তি করা হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন বাড়ি ছাড়তে হবে বিরজু মহারাজকে, এল নোটিস

গত ১৭ নভেম্বর মৃত্যু হয় পিঙ্কি শর্মার। এরপর ২৪ ঘন্টা কেটে গেলেও মৃতদেহ আটকে রেখে দেয় হাসপাতাল। মৃতার পরিবারের অভিযোগ মাত্র এই কয়েকদিনে ৯ লক্ষ ৮১ হাজার টাকা বিল করেছে হাসপাতাল। এর মধ্যে ২ লক্ষ ৮১ হাজার মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়েছে পুরো টাকা না মেটালে মৃতদেহ ছাড়া হবে না। এছাড়াও মৃতার পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে রোগীর।

You may also like

Leave a Reply!