বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ ভারতে টেলিকম ব্যবস্থায় নিরাপত্তা ও সুরক্ষাই যে প্রধান তা আরও একবার বুঝিয়ে দিতে চায় কেন্দ্র। ভারতে আসতে চলেছে অত্যাধুনিক ফাইভ জি নেটওয়ার্ক। এর আগে এই ফাইভজি নেটওয়ার্কের যোগাযোগ ব্যবস্থার ট্রায়ালে চিনা সংস্থাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা এখনও আলোচনা সাপেক্ষ। ন্যাশনাল ডিফেন্স কলেজের আয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা বলেন ” ‘‘দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালুর ট্রায়ালে কোন কোন বিদেশি সংস্থাকে অংশ নিতে দেওয়া হবে তা নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আলোচনা চলছে। সব কিছু ভাল ভাবে খতিয়ে দেখা হচ্ছে। খোঁজখবর নেওয়া হচ্ছে”।
আরও পড়ুন বাইরের কাউকে ভয় পাবেন না, জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী
সেখানে তাঁকে চিনা সংস্থার প্রবেশের ব্যাপারে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রসচিব জানান এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে চালু টেলিকমগুলির হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পে চিনা সংস্থার অনুপ্রবেশই বেশি। এদিকে নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিকম ব্যবসার ক্ষেত্রে চিনা সংস্থার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন ভারতেও টেলিকম ব্যবসায় নিরাপত্তা ও সুরক্ষাকেই প্রধান গুরত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো বিদেশি সংস্থাকে অনুমতি না দেওয়ারই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।