Home খেলা বাতিল হয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর

বাতিল হয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর

by banganews

মুম্বই, ৭ অগাস্ট, ২০২০: ভারতে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দল। জানিয়ে দিল বিসিসিআই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুতেই সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। সেই সিরিজ আপাতত বিসিসিআই এবং ইসিবির সম্মতিতে পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

আরও পড়ুন কয়লাখনি নিয়ে অসন্তোষ তীব্র, ১৮ অগাস্ট ধর্মঘট

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় এবং বর্তমানে ভারতে করোনা পরিস্থিতির কারণে এই সিরিজ স্থগিত রাখা হল।
পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড নিজেরা আলোচনা করে আবার তারিখ ঠিক করবে বলে খবর। তবে সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন ফরম্যাটেই ভারতে এই সিরিজ খেলার কথা ভাবছে দুই দেশের বোর্ড।

You may also like

1 comment

Leave a Reply!