Home কলকাতা ভোটার তালিকা নিয়ে সর্বদল বৈঠকে বসছে নির্বাচন কমিশন

ভোটার তালিকা নিয়ে সর্বদল বৈঠকে বসছে নির্বাচন কমিশন

by banganews

বঙ্গ নিউস, ৪ নভেম্বর, ২০২০ঃ  ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোমাত্রায়। ভোটার তালিকা তৈরির কাজ চলছে পুরোদমে, যার খসড়া প্রকাশ হবে আগামী ১৮ নভেম্বর। তার আগে সবকটি রাজনৈতিক দলকে নিয়ে ৯ নভেম্বর সর্বদলীয় বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। যদিও কমিশনের দাবি, এই বৈঠকের সঙ্গে ভোট প্রস্তুতির কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন অর্ণবের গ্রেফতারির প্রতিবাদে সরব কঙ্গনা, ভিডিও বার্তায় তীব্র আক্রমণ

তবে এই ভোটার তালিকার ভিত্তিতেই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন হবে। ফলে ধরে নেওয়া যেতেই পারে ৯ নভেম্বরই আনুষ্ঠানিকভাবে ভোটের দামামা বাজতে চলেছে। ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগে নিখুঁত তালিকা তৈরি হয়েছে কি না তা দেখে নিতে চাইছে নির্বাচন কমিশন। সংশোধনীর কাজ হবে ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর। ভোটার তালিকায় নাম তোলা , নাম বাদ দেওয়া ছাড়াও সচিত্র পরিচয়পত্রে সংশোধন হবে এই সময়। অনলাইনের পাশাপাশি প্রতিটি বুথে শনিবার ও রবিবার এই কাজ চলবে।

You may also like

Leave a Reply!