Home দেশ সোনু সুদকে বিরল সম্মান দিল নির্বাচন কমিশন

সোনু সুদকে বিরল সম্মান দিল নির্বাচন কমিশন

by banganews

বঙ্গ নিউস, ১৭ নভেম্বর, ২০২০ঃ পঞ্জাবের মুখ হিসেবে মনোনীত হলেন অভিনেতা সোনু সুদ। সে রাজ্যের মোগা জেলার বাসিন্দা সোনুকে এই পদের জন্য বিবেচনা করার আর্জি জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্য চন আধিকারিক। ভারতের চন কমিশন সেই আর্জিকে স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন সৌমিত্র নাচবেন তাঁর সঙ্গে? আজও ঘোর কাটেনি শুভশ্রীর

সোনু সুদের এই মনোনয়নের ভূয়সী প্রশংসা করেছেন পঞ্জাবের রাজ্যপাল ভিপি সিং বান্দোরে। তিনি লিখেছেন—নৈতিক ভোটদান সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সোনু সুদকে পঞ্জাবের মুখ হিসেবে মনোনীত করল মুখ্য চন কমিশন। এই মনোনয়নকে অন্তর থেকে সাধুবাদ জানাই। কোভিড পরিস্থিতির কঠিন সময়ে আপনার অবদান আর প্রয়াস সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে সোনু সুদ লেখেন—আপনার এই প্রেরণা আমার পাথেয় হয়ে থাকবে। আমার পক্ষে এই শব্দগুলো এমনই সম্মানের, যা কথায় প্রকাশ করতে পারব না।

You may also like

Leave a Reply!