Home বঙ্গ গলায় ফাঁস, বাসের সিটে চালকের রক্তাক্ত দেহ উদ্ধার হুগলিতে

গলায় ফাঁস, বাসের সিটে চালকের রক্তাক্ত দেহ উদ্ধার হুগলিতে

by banganews

হুগলি, ২৪ অগাস্ট, ২০২০ : বাসের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার হুগলির চুঁচুড়ায়। মৃতের নাম মহরম আলি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসচালককের রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর মেয়ের অভিযোগ, খুন করা হয়েছে তার বাবাকে।

আরও পড়ুন কোভিড ওয়ার্ডে রোগীর মদ্যপানের ভাইরাল ছবি, তদন্তের নির্দেশ

সোমবার ২ নম্বর রুটের একটি বাস থেকে সিটে বসা অবস্থায় ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়। হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মহরম। গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় মহরম আলিকে, সারা দেহে মিলেছে চাপ চাপ রক্তের দাগ।

মৃত বাসচালকের সহকর্মীরা জানান যে মহরম আলি নিয়মিত নেশা করতেন। তাঁদের অনুমান সেই নেশার ঠেকের কারও সঙ্গে ঝামেলার জেরে এই খুন হয়ে থাকতে পারে।

You may also like

1 comment

Leave a Reply!