Home দেশ হাথরস কাণ্ডে অবশেষে সরিয়ে দেওয়া হল জেলাশাসককে

হাথরস কাণ্ডে অবশেষে সরিয়ে দেওয়া হল জেলাশাসককে

by banganews

হাথরস, ১ জানুয়ারি,২০২১ঃ অবশেষে হাথরস গনধর্ষণ কাণ্ডে উত্তরপ্রদেশের জেলাশাসক প্রবীণ কুমার লস্করকে সরিয়ে দিল উত্তরপ্রদেশ প্রশাসন। উত্তরপ্রদেশের হাথরসে দলিত যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। পরিবারকে না জানিয়ে রাতের অন্ধকারে দেহ পুড়িয়ে দেওয়া হয়। পুরো ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যোগী রাজ্যের পুলিশ প্রশাসন। এমনকি এই ধর্ষণ কাণ্ডে অভিযোগের আঙুল ওঠে চারজন উচ্চবর্ণের যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন টাইম টেবিল বিক্রিতে চার কোটি টাকার গড়মিল, তাজ্জব রেলকর্তারা

এই ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিতে পারায় প্রবল সমালোচনার মুখে পড়েন হাথরসের পুলিশ সুপার ও জেলাশাসক। চাপের মুখে পুলিশ সুপারকে সাসপেন্ড করলেও জেলাশাসকের বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেননি যোগী আদিত্যনাথ। অথচ জেলাশাসক প্রবীণ কুমারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করেছিলেন সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলার জন্য। চার মাস পর এবার সরিয়ে দেওয়া হল সেই জেলাশাসক প্রবীণ কুমার লস্করকে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হচ্ছেন রমেশ রঞ্জন। তবে রাজ্যের আরও ১৭ IAS অফিসারকেও বদলি করেছে যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যের মোট ১১ জেলার জেলাশাসককে বদলি করা হয়েছে। যদিও প্রথমদিকে প্রশাসন মানতে চায়নি এটা গনধর্ষণ। পরে আদালতের চাপে এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়।

You may also like

Leave a Reply!