Home দেশ সাইক্লোনের জন্য ক্ষতি হতে পারে দেশের ২ কোটি মানুষের

সাইক্লোনের জন্য ক্ষতি হতে পারে দেশের ২ কোটি মানুষের

by banganews

বঙ্গ নিউস, ২৪ ডিসেম্বর, ২০২০ঃ আগামী দিনে ভারতে যেসব ঘূর্ণিঝড় আসতে চলেছে সেগুলির পরিণতি আরও ভয়ংকর হবে। এক সমীক্ষায় এমনটাই জানাচ্ছেন দক্ষিণ কোরিয়ার গবেষকরা। এর জেরে দেশের ২ কোটিরও বেশি মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুন এই শীতে সুস্থ থাকতে পান করুন ঈষদুষ্ণ জল

বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রীষ্মপ্রধান দেশে ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে গেলেও ঝড়ের শক্তি বৃদ্ধি হচ্ছে৷ ‘দ্য ওয়েদার চ্যানেল’-এর গবেষকদের মত এই কারণেই ঘূর্ণিঝড় হবে বিধ্বংসী৷

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, আবহাওয়া দফতর, এবং প্রেস ইনফরমেশন ব্যুরো জানাচ্ছে, ১৯৭০- ১৯৭৯ এই ১০ বছরে মাত্র দুটি সাইক্লোন হয়েছিল। ২ টি জেলায় প্রভাব পড়েছিল৷ কিন্তু ২০১০-২০১৯ এই ১০ বছরে ১২ টি সাইক্লোন হয়েছে। ঘূর্ণিঝড় প্রবণ এলাকার সংখ্যা বেড়ে হয়েছে ৯ টি৷ মুম্বই, থানে, রত্নগিরি, রায়গড় ঘূর্ণিঝড় হটস্পট এলাকা বলে চিহ্নিত হয়েছে৷

You may also like

Leave a Reply!