Home দেশ বাতাসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছড়াচ্ছে কোভিড-19, স্বীকার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাতাসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছড়াচ্ছে কোভিড-19, স্বীকার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

by banganews

করোনাভাইরাস সংক্রমণ মূলত বাতাসবাহিত। বিজ্ঞানীদের চাপের মুখে স্বীকার করতে বাধ্য হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জেনিভায় Covid-19 অতিমারী সংক্রান্ত WHO-এর বিভাগীয় প্রধান মারিয়া ফন কারখোভ সাংবাদিক বৈঠকে বিজ্ঞানীদের এই দাবী মেনে নিয়েছেন। WHO এর তরফে বারবার বলা হয়েছে যে মানুষের হাঁচি, কাশি অথবা কথা বলার সময় নাক-মুখ থেকে বের হওয়া জলকণা বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে, তবে বেশি দূর যাওয়ার আগেই তা মাটিতে ঝরে পড়ে।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!