কলকাতা, ১১ ই অগাস্ট, ২০২০ : চলতি মাসেই প্রশাসনিক ভবন নবান্ন থেকে সরানো হবে মুখ্যমন্ত্রীর অফিস। এমনকি কোভিড সংক্রমণ আটকাতে লিফট ও মূল দরজার ব্যবহারে জারি হল নতুন নিয়মাবলী। মঙ্গলবার থেকে এই নতুন বিধিনিষেধ চালু হয়েছে। সুরক্ষার খাতিরে সাময়িকভাবে মুখ্যমন্ত্রীর অফিস স্থানান্তরিত করা হবে নবান্ন চত্বরেই অপর আরেকটি বিল্ডিং উপান্নতে।
আরও পড়ুন প্রয়াত বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরি
জানা গিয়েছে নবান্নের ১৪ তলায় যেখানে মুখ্যমন্ত্রীর অফিস সেই ফ্লোরেই এক আধিকারিকের করোনা সংক্রমণ ধরা পড়েছে। শুধু তাই নয় দফায় দফায় বিভিন্ন দপ্তর ও সচিবের ঘরে সংক্রমিত হয়েছেন একাধিক কর্মী। সেই জন্য গোটা নবান্ন ভবন সপ্তাহে একদিন করে নিয়মিত স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজ সম্পন্ন হয় নবান্ন থেকে, তাই মহামারী পরিস্থিতিতে যাতে কাজ ব্যাহত না হয় সেই জন্য জারি করা হয়েছে নয়া বিধি নিষেধ।
আরও পড়ুন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি
নবান্নের ভিআইপি করিডোরে রয়েছে দু’খানা লিফট। দপ্তরে যাতায়াতের সময় একটি ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। বাকি সময় একটি শীর্ষ পুলিশ আধিকারিক ও আমলাদের জন্য এবং অন্যটি সাধারণ কর্মীরা ব্যবহার করেন। নতুন নির্দেশিকা জারি হওয়ার পর থেকে একটি লিফট কেবলমাত্র মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেটি দিয়ে যাতায়াত করবেন মুখ্যমন্ত্রী ও তার নিরাপত্তা কর্মীরা। অন্য লিফটটি ধার্য করা হয়েছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব পুলিশ ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের জন্য। ভিআইপি করিডোরের উল্টো দিকেই রয়েছে আরও তিনখানা লিফট। এবার থেকে ওই তিনটে লিফটের একটি ব্যবহার করবেন বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও আধিকারিকরা। বাকি দুটি লিফট ব্যবহার করবেন সাধারণ কর্মীরা।