Home কলকাতা রাজ্য পুলিশের সমর্থনে রাজ্যপালকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্য পুলিশের সমর্থনে রাজ্যপালকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

by banganews

কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২০ঃ  আগেও রাজ্যের পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার রাজ্য পুলিশের ডিজি-র ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যপাল টুইট করে জানান রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।

আরও পড়ুন প্রয়াত প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিং

রাজ্যপালের এই টুইটের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী। একটি ৯ পাতার চিঠি লিখে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দিয়েছেন সরকার জনগণের বিচারে রাজ্যে এসছে, এমনকি মুখ্যমন্ত্রীও জনগণের নির্বাচনেই নির্বাচিত সেখানে রাজ্যপাল একটি মনোনীত পদ। তাঁর আইন মেনে সাংবিধানিক কাজ করা উচিত, রাজ্য প্রশাসনের কাজে অযাচিতভাবে প্রবেশ করা কাম্য নয়। রাজ্য পুলিশের ডিজি-র পাশে দাঁড়িয়ে রাজ্যপালের এই টুইটকে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর লেখা চিঠির প্রতিটা লাইনে রয়েছে কড়া ভাষায় প্রতিবাদ। রাজ্যপালের এহেন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেছেন রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীকে সঠিক পরামর্শ দেওয়া কিন্তু তিনি ক্রমাগত রাজ্যের সমালোচনা করে যাচ্ছেন । একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন রাজ্যপাল।

You may also like

Leave a Reply!