Home কলকাতা দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

by banganews

কলকাতা, ২৪ সেপ্টেম্বরঃ করোনা আবহের মধ্যে দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবছর মহামারীর প্রকোপে আর্থিক অনটনের মুখে পড়েছেন পুজো উদ্যোক্তারা, এবার তাঁদের পাশে দাঁড়িয়ে দরাজ হস্তে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলির একাধিক কর ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন দীপিকাদের নাম বলেননি রিয়া: মানশিন্ডে

আজ নেতাজী ইন্দোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রেজিস্টার্ড পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি পুরকর ও দমকল ফ্রি করা হয়েছে রেজিস্টার্ড পুজো কমিটিগুলির জন্য। এমনকি বিদ্যুতের ক্ষেত্রেও ৫০ শতাংশ কর মকুব করা হয়েছে। আর্থিক পরিস্থিতির কারণে বিজ্ঞাপনের স্পনসর পাচ্ছে না পুজো কমিটিগুলি।

আরও পড়ুন মাদককাণ্ডে চাপে বলিউড; জারি সাফাই, উঠে আসছে আরও তথ্য

এই পরিস্থিতিতে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে পুজো কমিটিগুলির। মমতা ব্যানার্জীর কথায়, করোনা মোকাবিলায় রাজ্যের কোষাগারও খালি, আড়াই হাজার কোটি টাকা খরচ হয়েছে। তবুও রাজ্যসরকার যথাসাধ্য চেষ্টা করছে পুজো কমিটিগুলির পাশে থাকার। মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগে খুশি পুজো উদ্যোক্তারাও।

You may also like

Leave a Reply!